নির্বাচন থেকে স্বামীর জন্য সরে দাঁড়ালেন স্ত্রী, বাবার জন্য ছেলে

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মনোনয়নপত্র প্রত্যাহার করে স্বামীর জন্য স্ত্রী ও বাবার জন্য ছেলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২৮ নভেম্বর উপজেলার ১৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ ইউপিতে মোট ৯৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ভিতরবন্দ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান শফিউল আলম, তাঁর ছেলে ফয়সাল শামীম এবং বামনডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ব্যাপারী ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমসহ মোট ৯৩ জনের মনোনয়নপত্র বৈধতা পায়।

তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ বাবার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফয়সাল শামীম। ছেলে বাবার প্রতিদ্বন্দ্বী হওয়ার পর থেকেই এলাকায় এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়। তবে শফিউল আলম আগেই জানিয়েছিলেন, তিনি মনোনয়ন পেলে তাঁর ছেলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
এদিকে ৭ নভেম্বর স্বামীর জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মরিয়ম বেগম। এ প্রসঙ্গে মরিয়ম

বেগমের স্বামী আমজাদ হোসেন বলেন, ‘আমার স্ত্রী গৃহিণী। তিনি কোনো দিন রাজনীতি করেননি। অজানা আশঙ্কায় পারিবারিকভাবে আলোচনা করে আমরা দুজনেই মনোনয়নপত্র দাখিল করেছিলাম। কোনো কারণে আমার মনোনয়নে সমস্যা হলে তিনি যেন নির্বাচন করতে পারেন। তবে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে বৈধতা পাওয়ায় ওই আশঙ্কা কেটে গেছে। তাই আমার স্ত্রী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।’