নীলফামারীতে কোভিডে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নীলফামারী জেলায় নতুন করে ১৫ জনের নমুনায় কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮। গতকাল শুক্রবার রাতে ওই ১৫ জনের আক্রান্ত হওয়ার প্রতিবেদন আসে ঢাকা থেকে। আজ শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

নীলফামারীর সিভিল সার্জন জাহাঙ্গীর কবির জানান, নতুন করে আক্রান্ত ১৫ জনের মধ্যে জেলা সদরের ১২ এবং ডিমলা, কিশোরগঞ্জে ও সৈয়দপুরের ১ জন করে বাসিন্দা আছেন। জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৮ জনের মধ্যে সদরে ৫২১ জন, ডোমার উপজেলায় ৭৭, ডিমলায় ৯২, জলঢাকায় ১৪৫ জন, কিশোরগঞ্জে ৫১ ও সৈয়দপুরের ১২২ জন আছেন।

জেলায় পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৩৮৪ টি। গতকাল পর্যন্ত ৭ হাজার ৩০১টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত মানুষের মধ্যে সুস্থ হয়েছেন ৯৫৩ ও মারা গেছেন ২০ জন। আজ বেলা আড়াইটা পর্যন্ত নতুন করে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।