নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার পরিচ্ছন্নতায় এক দল স্বেচ্ছাসেবী

নীলফামারীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৌচাগার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন ২০২১ নীলফামারী’। বুধবার দুপুরে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে
প্রথম আলো

দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এরই মধ্যে নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রস্তুতির অংশ হিসেবে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ওই কাজের অংশ হিসেবে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৌচাগারে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন ২০২১ নীলফামারী’। সংগঠনের ৬০০ কর্মী ১৬টি দলে বিভক্ত হয়ে স্বেচ্ছায় এ কাজ করছেন।

গত রোববার সকালে জেলা শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে ওই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সংগঠনটি। গতকাল বুধবার পর্যন্ত তারা জেলা সদরের ২৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ভিশন ২০২১ নীলফামারীরর প্রধান সমন্বয়ক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।

সমন্বয়ক ওয়াদুদ রহমান বলেন, ‘নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর ভাইয়ের নির্দেশে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের ১৬টি ইউনিটে ৬০০ কর্মী রয়েছেন। তাঁরা ১৬টি দলে ভাগ হয়ে শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আগামী শনিবার থেকে আমরা প্রতিটি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্পৃক্ত করে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৌচাগার পরিচ্ছন্নতার কাজ শেষ করব।’

গতকাল বুধবার পর্যন্ত সংগঠনের সদস্যরা জেলা সদরের ২৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। জেলা সদরের প্রায় সাড়ে ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁরা কাজ করবেন।

ওয়াদুদ রহমান বলেন, জেলা সদরের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা মিলে প্রায় সাড়ে ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁরা কাজ করবেন।

ভিশন ২০২১ নীলফামারীর সংগঠক আবুল মনসুর ফকির বলেন, ‘করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এ কারণে অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগারগুলোর অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। তাই একটি ভালো কাজের অংশ হিসেবে ভিশন–২০২১ শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে। ওই কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে গর্ববোধ করছি।’

নীলফামারীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৌচাগার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন ২০২১ নীলফামারী’। শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে তোলা ছবি
প্রথম আলো

নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, নীলফামারীতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতির বিকাশে কাজ করছে ভিশন-২০২১। সংগঠনের সদস্যরা প্রত্যেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে এগিয়ে এসেছে। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এটা প্রশংসার দাবি রাখে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভিশন-২০২১-এর ওই উদ্যোগে অন্যরা অনুপ্রাণিত হবেন। সাংসদ আসাদুজ্জামান নূর মহোদয়ের পরামর্শে আজ যে কাজ সংগঠনটির সদস্যরা বাস্তবায়িত করছেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁদের অনুসরণ করে এটি করতে পারি।’

এ বিষয়ে স্থানীয় সাংসদ ও ভিশন ২০২১ নীলফামারীর প্রধান পৃষ্ঠপোষক আসাদুজ্জামান নূর বলেন, ‘যাঁরা এ কাজে যুক্ত হয়েছেন, তাঁদেরকে নিয়ে আমি গর্বিত। ভবিষ্যতেও তাঁরা এমন সব ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে নীলফামারীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন—এটাই আমি আশা করি।’