নেত্রকোনায় বখাটের দায়ের কোপে স্কুলছাত্রী জখম
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক বখাটে তরুণের দায়ের কোপে দশম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রী (১৬) জখম হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামজীবনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় তার পরিবার। তার কপালে পাঁচটি সেলাই লেগেছে।
অভিযুক্ত ওই তরুণের নাম মুন্না মিয়া (২০)। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই তরুণীর পরিবার।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল্লাহ জানান, ওই ছাত্রীর কপালে চোখের ওপরে গভীর কাটা আছে। তাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। আশঙ্কা এড়াতে এক্স–রে করা হয়েছে।
স্কুলছাত্রীর মা বলেন, ‘মুন্না মিয়া এলাকার একজন চিহ্নিত বখাটে। আমাদের ছাগলটি গতকাল বিকেলে মুন্নাদের ধানখেতে যাওয়ায় এটিকে ধরে নিয়ে বেঁধে রাখে সে। আমার মেয়ে সন্ধ্যায় ছাগল আনতে গেলে মুন্না তাকে প্রথমে লাঠি দিয়ে পেটান। পরে একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়ছে।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মুন্নার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাঁর বাবা তাইজ্জুত মিয়া বলেন, বিষয়টি স্থানীয় ব্যক্তিদের নিয়ে মীমাংসা করা হবে।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ছাত্রীর বাবা-মা থানায় এসে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।