নেত্রকোনায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার পৃথক এ দুর্ঘটনা ঘটে।
দুর্গাপুরে মারা যাওয়া শিশুটির নাম জিহাদ (৩)। সে ওই গ্রামের মোস্তফার ছেলে। আর কলমাকান্দায় মারা যাওয়া শিশুটির নাম লিমন মিয়া (৪)। সে চিনাহালা গ্রামের আবদুল মিয়ার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জিহাদ বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে পরিবারের লোকজন বাড়ির উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তানজিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ নুর এ আলম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে কলমাকান্দার চার বছরের শিশু লিমন মিয়া বৃহস্পতিবার দুপুরে খেলাধুলার একপর্যায়ে পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।