নেত্রকোনায় লরি উল্টে প্রাণ গেল চালকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে লরি উল্টে রাসেল মিয়া (১৯) নামের এক চালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া জামালপুর সদর উপজেলার কাস্ট সিংগা গ্রামের পাজু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে তিনটি লরি বেড়িবাঁধে মাটি কাটার কাজের জন্য সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দিকে যাচ্ছিল। আজ সকাল নয়টার দিকে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের জিগাতলা এলাকায় পৌঁছালে রাসেল মিয়া নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে উল্টে পড়ে। এ সময় রাসেল মিয়া লরির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।