নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছেন। বিদ্যুতের খুঁটিবাহী এক ভ্যানকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে চেয়ারম্যানঘাট-সুবর্ণচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রেদোয়ান হোসেন (২৩) ও মো. শরীফ হোসেন (২৭)। এর মধ্যে রেদোয়ান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দলপুর এলাকার হুমায়ন কবিরের ছেলে। তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। আর শরীফ রেদোয়ানের ভগ্নিপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে পাঁচ দিনের ছুটিতে নোয়াখালীতে আসেন সেনাসদস্য রেদোয়ান। শনিবার সকালে চাটখিল থেকে সুবর্ণচরের জোবায়ের বাজারে সেনাবাহিনীর এসএলবি ক্যাম্পে যান তিনি। কাজ শেষ করে ভগ্নিপতি শরীফসহ মোটরসাইকেলযোগে চাটখিলের উদ্দেশে রওনা হন। আব্দুল্যা মিয়ারহাট এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি বিদ্যুতের খুঁটিবাহী ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। মোটরসাইকেলটি রেদোয়ান চালাচ্ছিলেন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, দুর্ঘটনায় নিহত সেনাসদস্যের মাথায় আঘাত লেগেছিল। আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চরজব্বর থানার উপপরিদর্শক সালাউদ্দিন বলেন, ঢাকায় নিয়ে যাওয়ার পথে বেলা তিনটার দিকে কুমিল্লায় শরীফ মারা যান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।