নোয়াখালীর কবিরহাটে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে মো. ইয়াছিন (২৪) নামের এক যুবককে আটক করেছে। ইয়াছিন কবিরহাট উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে শিশুটিকে বাড়ির সামনের রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে ইয়াছিন। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরিবারের সদস্যরা শিশুটিকে অসুস্থ দেখে দ্রুত প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঘটনার পর শিশুটির পরিবার মৌখিকভাবে ঘটনাটি থানায় জানায়। এরপরই তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াছিনকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।