নোয়াখালীতে গ্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল তিন বসতঘর
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে পুড়ে গেছে তিনটি বসতঘর। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শুঁটকি ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, শুঁটকি ঘোনা এলাকার জাবেদের রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তিনটি বসতঘরই পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের দাবি, আগুনে তাঁদের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আবুল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমেল প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী, গ্যাসের সিলিন্ডারের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।