নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া-চন্দ্রগঞ্জ সড়কের বড়পোলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল বাশার ওরফে বসু (৫৫)। তিনি খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীহাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বৃদ্ধ আবুল বাশার সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ-খিলপাড়া-চাটখিল সড়কের বড়পোল হয়ে বাড়ি ফিরছিলেন। তখন বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দেশভাগ ওয়াহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করা যায়নি। অন্যদিকে এ বিষয়ে পরিবারের লোকজন থানায় মামলা করতে রাজি হননি।

ওসি গিয়াস উদ্দিন বলেন, আবুল বাশারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।