নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কল্যান্দী সিএনজি পাম্পের সামনে নোয়াখালী-ফেনী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. ফয়সাল (১৯)। তিনি সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী থেকে নীলাচল পরিবহনের একটি বাস চৌমুহনীর দিকে যাচ্ছিল। বাসটি নোয়াখালী-ফেনী মহাসড়কের কল্যান্দী সিএনজি পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ফয়সাল। দুর্ঘটনায় মোটরসাইকেলটির অপর দুই আরোহী আহত হয়েছেন। তাঁদের মধ্যে মো. বাবু (২৮) ফেনী সদর হাসপাতালে ও মো. তানভীর (২২) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী নীলাচল পরিবহনের বাসটি জব্দ করেছেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারীরা পালিয়ে যান। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস-মোটরসাইকেল জব্দ করে তাদের হেফাজতে নিয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি প্রথম আলোকে বলেন, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে এবং অপর দুজন মারাত্মকভাবে আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে।