নোয়াখালীতে ২০ দিন পর করোনা শনাক্তের হার সর্বনিম্ন, আরও তিনজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নোয়াখালীতে গত ২০ দিনের মধ্যে করোনা রোগী শনাক্তের সর্বনিম্ন হার ছিল আজ বৃহস্পতিবার। এ দিন জেলার তিনটি করোনা পরীক্ষা কেন্দ্রে ৬৫১টি নমুনা পরীক্ষা করা হয়। বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১৬৮ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৬ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন সেনবাগ ও একজন বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে দুজন বাড়িতে এবং একজন মারা গেছেন জেলা শহরের কোভিড-১৯ হাসপাতালে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১২।

আজ সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে জেলায় সর্বনিম্ন শনাক্তের হার ছিল গত ২২ জুলাই ২৬ দশমিক ২৪ শতাংশ। ওই দিন ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর গত ২০ দিন জেলায় সংক্রমণের হার ছিল ২৮-৩৩ শতাংশের মধ্যে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ জেলার তিনটি করোনা পরীক্ষা কেন্দ্রে ৬৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১৬৮ জনের নমুনার ফলাফলে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ১৬৮ রোগীর মধ্যে ৪৯ জন সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হাতিয়ার ৪ জন, বেগমগঞ্জের ১৭ জন, চাটখিলের ২৮ জন, সেনবাগের ২৫ জন, কোম্পানীগঞ্জের ২৫ জন ও কবিরহাটের ১৬ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, আজ নমুনা পরীক্ষার তুলনায় পজিটিভ রোগী শনাক্তের হার আগের দিনের তুলনায় ৩ শতাংশের বেশি কমেছে, যা গত ২০ দিনের মধ্যে সর্বনিম্ন। সিভিল সার্জন বলেন, জেলা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও তাঁর কার্যালয়ের সমন্বয়ে বাড়ি বাড়ি লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধানে মানুষজনকে বাধ্য করাসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।