নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহিম, সম্পাদক আজম খান

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহিম (বায়ে), আজম খান (ডানে)।
ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি পদসহ ১১টিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল। অপর দিকে আওয়ামী লীগপন্থী আইনজীবী পরিষদ একটি যুগ্ম সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সদস্যসহ চারটি পদে জিতেছে।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ নির্বাচনের ভোট গ্রহণ হয়। রাত সাড়ে ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবদুল মালেক।

আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, প্রাপ্ত ফলাফলে ৩৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবদুর রহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদ প্রার্থী এ কে এম সিরাজুল ইসলাম পেয়েছেন ২১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী প্যানেলের আজম খান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদের গুলজার আহমদ (জুয়েল) পেয়েছেন ২১৬ ভোট।

নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের বিজয়ী অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি সামছুদ্দিন আহমদ ও আলী হোসেন, সহসাধারণ সম্পাদক ছারওয়ার উদ্দিন দিদার, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন রহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর খালেদ, আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল খালেক, সদস্য এ এন এম এনাম হোসেন, আবুল হাসান ও ইদ্রিস মোল্লা।
আওয়ামী আইনজীবী পরিষদের বিজয়ীরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইনজীবী পরিষদের সহিদ উল্যা, কোষাধ্যক্ষ পদে আরিফুল হক, সদস্য পদে রেজাউল করিম মিয়াজি ও বিলকিস জাহান।

প্রসঙ্গত, নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা আইনজীবী সমিতির ৫৮১ জন ভোটারের মধ্যে ৫৫৯ জন ভোট দেন।