default-image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গতকাল সোমবার রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাংলোতে অবস্থান করছেন।

উপাচার্য দিদার-উল-আলম আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত ১০ ফেব্রুয়ারি তিনি করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তিনি কোনো ধরনের সমস্যা অনুভব করেননি। সোমবার বিকেলের দিকে তাঁর জ্বর আসে। এরপর তিনি করোনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা দেন। রাতেই পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।

উপাচার্য বলেন, বর্তমানে তিনি বিশ্ববিদ্যায়ের বাংলোতেই অবস্থান করছেন। তেমন কোনো শারীরিক জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি ওষুধ সেবন করছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন