নৌকার বিপক্ষে কাজ করায় নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

নোয়াখালী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্য করে নৌকা প্রার্থীর বিপক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করায় গঠনতন্ত্রের ৩৪ অনুচ্ছেদের গ উপধারা অনুযায়ী সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের নির্দেশক্রমে নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

১৬ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. সহিদ উল্যাহ খান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন লুৎফুল হায়দার (মুঠোফোন প্রতীক)।