নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
নড়াইল সদর উপজেলার ভবানিপুর গ্রামের কৃষক মফি শেখকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। নড়াইল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. জামিনুর রহমান মোল্লা (৩২)। তিনি ভবানিপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। একই সঙ্গে জামিনুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামিনুরের ভাই মো. সাদ্দাম হোসেন এবং একই গ্রামের মো. সাহিদ মোল্লা ও সাত্তার মোল্লা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মফি শেখ সাইকেলে করে বাড়িতে ফেরার পথে ভবানিপুর মাথাভাঙ্গা সেতুর ওপর আসামিরা তাঁর গতি রোধ করেন। এ সময় জামিনুর রহমান ধারালো হাঁসুয়া দিয়ে মফি শেখের কাঁধে আঘাত করেন। এ সময় আসামিরা তাঁকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই নিহত মফি শেখের স্ত্রী রেক্সোনা খাতুন নড়াইল সদর থানায় মামলা করেন।
এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুজন আসামি আবেনুর খাতুন ও সাখায়েত হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী নেওয়াজ মাহমুদ বলেন, ‘এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’