করোনা ভাইরাস
প্রতীকী ছবি

নড়াইল সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত নড়াইল জেলায় ২৯ জনের মৃত্যু হলো।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৮ দশমিক ৭১ শতাংশ। গতকাল বুধবার শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। গত মঙ্গলবার ৩৫ ও গত সোমবার ছিল ৪০ দশমিক ৯৮ শতাংশ।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় মারা যাওয়া বৃদ্ধের নাম ময়েনউদ্দিন। তিনি নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। ৮ জুন করোনা পরীক্ষার জন্য ময়েনউদ্দিনের নমুনা নেওয়া হয়েছিল। শনাক্ত হওয়ার প্রতিবেদন আসে ১০ জুন। ১৪ জুন সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংক্রমণ রোগনিয়ন্ত্রণ কর্মকর্তা শফিক তমাল জানান, তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন তিন করোনা রোগী।