পচা মাংস বি‌ক্রি করায় এক মাসের কারাদণ্ড

প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে পচা মাংস বিক্রি করায় ফয়সল আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গোলাপগঞ্জের উত্তর ঘোষগাঁও গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজারে চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজারে পচা মাংস বিক্রি করার খবর পায় পুলিশ। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী থানার এক উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠান। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় গোলাপগঞ্জের ইউএনওকে খবর দেওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইন, ২০০৯-এর ৪৫ ধারায় দোষী সাব্যস্ত করে ফয়সল আহমদকে এক মাসের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।