পটিয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় সিমেন্টবোঝাই একটি ট্রাক খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় পটিয়া-বৈলতলী সড়কের শ্রীমাই খালের বেইলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে চট্টগ্রাম থেকে সিমেন্টবোঝাই ট্রাক পটিয়া-বৈলতলী সড়কে একটি দোকানে সিমেন্ট নামিয়ে চন্দনাইশের দিকে যাচ্ছিল। এ সময় শ্রীমাই বেইলি সেতুতে ওঠার আগে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে সিমেন্ট আনলোড করার শ্রমিক আনোয়ার হোসেন নিহত হন।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে। ওই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। র‍্যাকার দিয়ে ট্রাকটি তোলার চেষ্টা চলছে।