পদ্মায় গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী হাইটেক পার্কসংলগ্ন আইবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ কলেজছাত্রের নাম মো. জনি (২৫)। তাঁর বাবার নাম ইয়াসিন আলী। ইয়াসিন আলী একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। পরিবার নিয়ে থাকেন রাজশাহী নগরের রায়পাড়া এলাকায়। জনি রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, জনি তাঁর এক বন্ধুর সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে এসেছিলেন। তারপর আইবাঁধে মোটরসাইকেল রেখে তাঁরা নদীতে গোসলে নামেন। স্রোতের মুখে পড়ে একজন তীরে ফিরে এলেও জনি তলিয়ে যান।
আবদুর রউফ জানান, খবর পেয়েই তাঁরা পদ্মায় অভিযান শুরু করেন। ডুবুরিরা কাজ করছেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওই ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। তাই উদ্ধার অভিযান চলবে।