পদ্মা নদীতে পানি বাড়ায় মানিকগঞ্জের পাটুরিয়ায় দুটি ফেরিঘাট বন্ধ আছে। ঘাটসংকটে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এ ছাড়া ফেরি স্বল্পতা ও ঝড়ের কারণে যানবাহন পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকা থেকে ছয় কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহনের শ্রমিকেরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘাট এলাকায় সরেজমিন দেখা যায়, পাটুরিয়ার ২ নম্বর ঘাটটির অ্যাপ্রোচ সড়কে পানি ওঠায় তা বন্ধ আছে। এ ছাড়া ১ নম্বর ঘাটটি উঁচু করা হলেও তা ব্যবহার উপযোগী করা যায়নি। বাকি ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হলেও ফেরিতে ধীর গতিতে যানবাহন ওঠানামা করছে। ৩ নম্বর ঘাটের ৩টি পকেট থাকলেও দুটি সচল।
আজ সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের আববাহিকায় পদ্মা নদীতে ৪৪ সেন্টিমিটার পানি বেড়েছে। এর আগে গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এই নৌপথে ৭৭ সেন্টিমিটার পানি বেড়ে যায়। এতে গতকাল সকালে পাটুরিয়া প্রান্তের ২, ৩ ও ৫ নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়ক ও পন্টুন ডুবে যায়। এতে ফেরিতে যানবাহন ওঠানামা করানো ব্যাহত হয়। দুপুরের দিকে ঘাট তিনটির পন্টুন মধ্যম স্তরে উঁচু করা হয়।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা আবদুস সাত্তার আরও বলেন, পাটুরিয়ার ২ নম্বর ঘাটটি লঞ্চঘাটের পশ্চিমে এবং এক নম্বর ঘাটের মাঝামাঝি স্থানে সরিয়ে নেওয়া হবে। আগামী দুই-এক দিনের মধ্যে সেখানে এই ঘাট সচল হলে যানবাহন পারাপার করা যাবে।
সকাল ১০টার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে যাত্রী ও যানবাহন নিয়ে রো রো ফেরি ভাষাশহীদ বরকত ৩ নম্বর ঘাট আসে। তবে এই ঘাটে সচল দুটি পকেটে অপর দুটি ফেরিতে যানবাহন ওঠানোয় ফেরি ভাষাশহীদ বরকতকে পন্টুনের কাছে অপেক্ষা করতে দেখা যায়। প্রায় ১৫ মিনিট পর পকেট থেকে একটি ফেরি ছেড়ে গেলে ভাষাশহীদ বরকত ফেরিটি পকেটে এসে যাত্রী ও যানবাহন নামায়।
এদিকে প্রচণ্ড ঝড়ের কারণে আজ ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় পণ্যবাহী গাড়িগুলো আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, এ নৌপথে ২১টি ফেরি আছে। এর মধ্যে রো রো ফেরি গোলাম মওলা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। ফেরিটি পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামতের জন্য রাখা হয়েছে। এ ছাড়া ১ নম্বর ঘাট দিয়ে শুধু ড্রাম ফেরি চলাচল করে। তবে পানি বাড়ায় ঘাটটি ব্যবহার অনুপযোগী হওয়ায় ফেরি যমুনা ও ড্রাম ফেরি টাপলুকে বসিয়ে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যানবাহন পারাপারে কিছুটা সমস্যা হচ্ছে। ফেরির স্বল্পতা নেই। অল্প সময়ের মধ্যেই ১ এবং ২ নম্বর ঘাটটি সচল হলে এসব ঘাট দিয়েও যানবাহন পারাপার হবে।