পদ্মা থেকে বালু তোলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের নির্দেশ আদালতের

আদালত
প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনের কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু সাঈদ এ নির্দেশ দেন। আজ শুক্রবার সকালে এই আদেশ পিবিআই কার্যালয়ে পৌঁছেছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে লালপুরের পদ্মা নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনের খবর প্রচারিত হয়। খবরে বালু উত্তোলনের কারণে নদীর তীর ধ্বংসের আশঙ্কার কথা জানানো হয়। এ ছাড়া এসব প্রতিবেদনে কৃষিজমি নষ্ট করা ও ব্যক্তিগত জমি দিয়ে রাস্তা তৈরির অভিযোগও উঠেছে। প্রতিবেদনগুলো আদালতের দৃষ্টিগোচর হলে আদালতের বিচারক মো. আবু সাঈদ স্বপ্রণোদিত হয়ে ঘটনাটি সরেজমিন তদন্ত করার আদেশ দেন। প্রাথমিক অনুসন্ধানে কারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া তদন্তের সময় আসামিদের শনাক্ত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুতের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া গেলে, তা জব্দ করার নির্দেশ দেন। আদেশে নাটোরের লালপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া অন্য যেকোনো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে, তা বন্ধের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার রাজু আহমেদ বলেন, আগামী ৫ জুনের মধ্যে এ প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, আদালতের আদেশের কপি আজ কার্যালয়ে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে তদন্তের কাজ শুরু করা হবে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আদালতের আদেশ তিনি এখনো হাতে পাননি। হাতে পেলে নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।