পদ খোয়ালেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সম্পাদক একরামুল

অব্যাহতিপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। আজ বুধবার দুপুরে যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের স্বাক্ষরে সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হককে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল প্রথম আলোকে জানান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতির বিষয়টি কেন্দ্রীয় কমিটির ওয়েবসাইট থেকে তাঁরা জেনেছেন।

এর আগে গত সোমবার শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি মতিউর রহমান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। হঠাৎ এমন অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে জেলায় ব্যাপক আলোচনা চলছে। তবে তাঁরা কী ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।

জেলা আওয়ামী লীগের একটি সূত্র বলছে, গত রোববার সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সামনে দলের একাংশ হট্টগোল শুরু করে। এ ঘটনার পর একে একে ঘটনার সঙ্গে জড়িত নেতাদের কেন্দ্রীয়ভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।