পলিথিনের ভেতরে মিলল নবজাতকের লাশ

নবজাতক
প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে সেতুর নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার চরধুনট এলাকায় ইছামতী নদীর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে পথচারীরা চরধুনট এলাকায় সেতুর নিচে পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে দেখেন। পরে সেখানে উপস্থিত এক ভ্যানচালক পলিথিন খুলে ভেতরে নবজাতকের লাশ দেখতে পান।

খবর পেয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন খান ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, উদ্ধার হওয়া ছেলে নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের লাশটি গতকাল রাতে কোনো এক সময় সেতুর নিচে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে একই স্থান থেকে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়ে নবজাতক এবং ২০২০ সালের ১৬ আগস্ট দুপুরে ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছিল পুলিশ।