পাইকারি চালের দোকানে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
সাভারে নামাবাজারে চালের পাইকারি বাজারে অভিযান চালিয়ে দুটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমানের নেতৃত্বে আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং খাদ্যনিরাপত্তা–সংক্রান্ত জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসন সাভারের নামাবাজারে এ অভিযান চালায়। অভিযানে মেসার্স নূর ট্রেডার্সকে মূল্যতালিকা না রাখায়, পণ্য ক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় এবং নিয়মবহির্ভূতভাবে চালের মূল্য বৃদ্ধি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্সের মেয়াদ না থাকায়, পণ্য ক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় এবং অবৈধভাবে চাল মজুত করার দায়ে মেসার্স আল-আমিন ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নগদ আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বলেন, সারা দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে চলমান অভিযানের অংশ হিসেবে সাভারে অভিযান চালানো হয়েছে। অভিযানের সংবাদ পেয়ে অনেক পাইকারি চাল বিক্রেতা দোকান বন্ধ করে সটকে পড়েন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. মুসা, পরিদর্শক সাইফুল ইসলাম, সানজিদা সুলতানা, লিপি খানম উপস্থিত ছিলেন।