পাটগ্রামে ট্রাকচাপায় বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন খান পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আফতাব উদ্দিন খান মোটরসাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের সাহেবডাঙ্গাপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়েন আফতাব উদ্দিন। এ সময় ওই পথে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি মারা যান।