পাটগ্রামে সীমান্তে বিএসএফের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা গ্রামের বাসিন্দাদের ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিএসএফের এই অবৈধ প্রবেশের ঘটনা ঘটেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে পাটগ্রাম উপজেলা সদর-দহগ্রাম আঞ্চলিক পাকা সড়কের পাশে পূর্বে স্থাপিত বৈদ্যুতিক খুঁটিতে তার টানতে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছিলেন। এ সময় উপজেলার দহগ্রাম ইউনিয়নের সৃষ্টিয়ারপাড় সীমান্তের ডিএমপি ১০ নম্বর মেইন পিলারের ৪ ও ৫ নম্বর উপ–পিলারসংলগ্ন এলাকা দিয়ে ৬ বিএসএফ ব্যাটালিয়নের উমর চারণ বিএসএফ ক্যাম্পের সদস্যরা অস্ত্রসজ্জিত হয়ে সীমান্ত অতিক্রম করেন। তাঁরা বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে বিদ্যুতের লোকজনদের গালিগালাজ করে লাঠি ও অস্ত্র উঁচিয়ে কাজ করতে বাধা দেন। গ্রামবাসীরা এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা অস্ত্র ও হাতে থাকা লাঠি দিয়ে স্থানীয় ১০-১৫ জন বাংলাদেশি বাসিন্দার ওপর চড়াও হন।
সৃষ্টিয়ারপাড় গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (৩৫) ও জয়নাল আবেদীন (৩৩) বলেন, সীমান্ত অতিক্রম করে চারজন বিএসএফ সদস্য অস্ত্র ও লাঠি হাতে তাঁদের গ্রামে প্রবেশ করে তাঁদের লাঠি দিয়ে মারতে উদ্যত হয়। ’
সৃষ্টিয়ারপাড় গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (৩৫) ও জয়নাল আবেদীন (৩৩) বলেন, সীমান্ত অতিক্রম করে চারজন বিএসএফ সদস্য অস্ত্র ও লাঠি হাতে তাঁদের গ্রামে প্রবেশ করে তাঁদের লাঠি দিয়ে মারতে উদ্যত হয়। প্রায় ১৫-২০ মিনিট ধরে তারা অবস্থান করেছিল। এ সময় বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি আসার আগেই বিএসএফ সদস্যরা ভারতের ভেতরে চলে যায়।’
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড পাটগ্রামের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মো. আহসান হাবীব বলেন, বিএসএফের বাধার কারণে ওই স্থানে আপাতত বৈদ্যুতিক খুঁটিতে তার টানানোর কাজ বন্ধ রয়েছে।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান বলেন, ‘আমি এ ধরনের একটি ঘটনা শুনেছি। এটা বিস্তারিতসহ ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করছি। তা ছাড়া আগামীকাল পতাকা বৈঠকের মাধ্যমে জোর প্রতিবাদ জানানো হবে।’