বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের সাইমুল হক ওরফে প্রিন্স নামের এক ব্যক্তির বাড়ির বাগানে গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, ওই বাগান থেকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চারটি গাঁজাগাছসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাইমুল হক (৩৫) বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সাইমুল হকের বাড়ির বাগান থেকে চারটি গাঁজাগাছ জব্দ করা হয়েছে। এ সময় দেখা যায়, বাগানে লাগানো চারটি গাঁজাগাছ বেশ সতেজ। এ ঘটনায় জড়িত থাকায় সাইমুলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার প্রথম আলোকে বলেন, দেশে গাঁজা উৎপাদন নিষিদ্ধ থাকায় সাইমুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।