পানির দাম না কমালে ওয়াসা ভবন ঘেরাও

রাজশাহী ওয়াসার তিন গুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে ওয়াসার পানির দাম একলাফে তিন গুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার নেতা-কর্মীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধন থেকে ওয়াসার এককভাবে পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করার দাবি জানানো হয়েছে। সে সঙ্গে দ্রুত সিদ্ধান্ত বাতিল না হলে রাজশাহীবাসীকে নিয়ে ওয়াসা ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, মহানগর কমিটির সদস্য আলমগীর হোসেন, যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনি, ছাত্রমৈত্রীর সভাপতি অহিদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর যে গতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, এটা অভাবনীয়। মানুষ যদি মৌলিক চাহিদা পূরণই না করতে পারে, তাহলে এত উন্নয়ন দিয়ে কী হবে। এখন বাজার করা যায় না। মাঝেমধ্যে মনে হয় দেশে সরকার নেই। কেউ কথা রাখে না, জনগণের কথা বলে না। আজকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে দ্রব্যের দাম যেন না বাড়ে। আজকে কোন চেতনায় সরকার পরিচালিত হচ্ছে, দেশকে চালাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।

দেবাশীষ প্রামাণিক বলেন, ওয়াসার পানি পান করা যায় না। পেটে অসুখ হয়। পরীক্ষায় মারাত্মক ব্যাকটেরিয়া কলিফর্ম পাওয়া গেছে। হোটেলে খাওয়ার জন্য বসলে ক্রেতা বলেন, এটা কি গভীর নলকূপের পানি নাকি সার্ভিস লাইনের। সার্ভিস লাইনের পানি হলে তাঁরা খান না। ওয়াসার পানির চেয়ে গভীর নলকূপের পানির ওপর মানুষের ভরসা বেশি। আর সেই পানির দাম তিন গুণ বৃদ্ধি করা অযৌক্তিক। ওয়াসা যদি রাজশাহীর মানুষের কথা না ভেবে এই অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে রাজপথে আন্দোলন চলবে। ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলন জোরদার করা হবে। সিদ্ধান্ত থেকে সরে না এলে দ্রুতই রাজশাহীবাসীকে নিয়ে ওয়াসা ভবন ঘেরাও করা হবে।

গত জানুয়ারির শুরুতে রাজশাহী নগরে আগের মূল্যের পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। এ নিয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করা হচ্ছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে রাজশাহী নগরবাসীকে তিন গুণ বেশি অর্থ খরচ করে ওয়াসার পানির সেবা নিতে হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে প্রতি ১ হাজার লিটার পানির দাম আবাসিকে ২ দশমিক ২৭ টাকা থেকে বাড়িয়ে ৬ দশমিক ৮১ টাকা ও বাণিজ্যিকে ৪ দশমিক ৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৩ দশমিক ৬২ টাকায় নির্ধারণ করা হয়েছে। পানির পাইপের ব্যাসার্ধ ও ভবনের উচ্চতাভেদে এটি আনুপাতিক হারে বাড়বে। এর প্রতিবাদে গত সোমবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ মানববন্ধন ও সমাবেশ করে।