পাবনা জেলা জামায়াতের আমিরসহ ৫ নেতা আটক

আটক জামায়াতের পাঁচ নেতা। ডিবি কার্যালয়, পাবনা
ছবি: সংগৃহীত

পাবনা জেলা জামায়াতের আমিরসহ দলের ৫ নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন জেলা জামায়াতের আমির মো. আবুল তালেব মণ্ডল (৬৩), নায়েবে আমির মো. নজরুল ইসলাম (৬২), নায়েবে আমির মাওলানা মো. জহুরুল ইসলাম (৬২), বায়তুল মাল ইসলামিয়া মাদ্রাসার আরবি শিক্ষক ও জামায়াত নেতা মো. আবদুর শকুর (৫০) এবং জেলা জামায়াতের শ্রম বিভাগের কার্যকরী সদস্য ও পদ্মা কলেজের অর্থনীতির শিক্ষক রেজাউল করিম (৪৭)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, জামায়াতের নেতারা ট্রাস্টের একটি কক্ষে বসে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে জঙ্গিবাদে উৎসাহ দেয়, এমন কিছু বই ও লিফলেট পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখতে জেলা পুলিশ তৎপর রয়েছে। আটকের পর তাঁদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।