পার্বতীপুরে পিকআপ ভ্যানের চাপায় নিহত ২
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাছবোঝাই পিকআপ ভ্যানের চাপায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুরের দক্ষিণ শেরপুর এলাকায় পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শাহাজাহান আলী (৭০) ও আশরাফ আলী (৩৩)। এর মধ্যে আশরাফ নীলফামারীর চওড়া ইউনিয়নের ভাঙ্গা মল্লি কাঞ্চনপাড়া গ্রামের মৃত বাসুনিয়ার ছেলে আর শাহাজাহান আলী পার্বতীপুর উপজেলার দক্ষিণ শেরপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে। এ সড়ক দুর্ঘটনায় আহত দুজন হলেন জিয়ারুল হক (৩৫) ও মনির হোসেন (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহাজাহান আলী ওষুধ আনতে সাইকেলে ভবানীপুর বাজারে যাচ্ছিলেন। দক্ষিণ শেরপুর এলাকায় পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে উঠলে জয়পুরহাট থেকে আসা একটি মাছবোঝাই পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পিকআপটি উল্টে অন্য তিনজন আহত হন। পরে আহত আশরাফ আলীর মৃত্যু হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, আহত দুজনকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত দুজনের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তাঁরা এলে লাশ দুটি হস্তান্তরের ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের মধ্যস্থতায় আড়াই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।