পাসপোর্ট নবায়ন করতে যাওয়ার পথে প্রাণ গেল মিন্টুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

করোনার শুরুতে দেশে ফিরেছিলেন কুয়েতপ্রবাসী মিন্টু চৌধুরী (৫০)। সম্প্রতি আবারও ফিরে যাওয়ার মনস্থির করেন। এর মধ্যে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তা নবায়নের জন্য রওনা হয়েছিলেন পাসপোর্ট অফিসে। পথিমধ্যে ট্রাক্টরের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর–পার্বতীপুর আঞ্চলিক সড়কের কিষান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু চৌধুরী চিরিরবন্দর উপজেলার পলাশ বাড়ি গ্রামের মৃত মান্না চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে দিনাজপুর পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন মিন্টু। কিন্তু কিষান বাজার এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মিন্টু তিন ছেলের জনক। এবার এক ছেলেকে সঙ্গে নিয়ে কুয়েত ফেরার কথা ছিল মিন্টুর। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন তিনি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহত মিন্টুর পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সড়ক দুর্ঘটনা আইনে কোতোয়ালি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।