পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বাসচালক নিহত

বাস–ট্রাক সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে বাসটি। আজ বুধবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার পাগলিরবিল এলাকায়
ছবি: প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকের বাসের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১৬ যাত্রী। আজ বুধবার দুপুরে উপজেলার ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম মীর আহমদ (৩৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী সমিতির উদ্যোগে কক্সবাজারে বাসে করে পিকনিকে যাচ্ছিলেন ৪০ ব্যবসায়ী। দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের বহনকারী সৌদিয়া পরিবহনের বাসটি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল পৌঁছালে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালক মারা যান।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাফায়েত হোসেন বলেন, বাস ও ট্রাক পুলিশের হেফাজতে আছে। গুরুতর আহত পাঁচ বাসযাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।