পিরোজপুরে আতশবাজিতে ঝলসে গেছে তরুণের হাত ও চোখ
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় আতশবাজিতে ঝলসে গেছে ইদ্রিস হাওলাদার (২২) নামে এক তরুণের ডান হাত ও চোখ। গতকাল সোমবার সন্ধ্যার ইন্দুরকানি বাজার সংলগ্ন সেউতিবাড়ীয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
ইদ্রিস হাওলাদার উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে। তিনি গাড়ি মেরামতের কারখানায় কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ রাতের আনন্দ উদ্যাপন করতে ইদ্রিস হাওলাদার নিজে আতশবাজি বানিয়ে ফুটাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত আতশবাজিতে ঝলসে গেছে তাঁর ডান হাত ও ডান চোখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।