পিরোজপুরে ইয়াবা বেচাকেনার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
পিরোজপুরে ইয়াবা বেচাকেনার দায়ে মো. শহিদুল শেখ (২৩) নামের একজনকে পাঁচ বছর ও মো. সাইফুল শেখ (২৩) নামের আরেকজনকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল শেখ সদর উপজেলার বাজুকাঠি গ্রামের মো. সোহরাব শেখের ছেলে এবং সাইফুল শেখ একই গ্রামের মৃত কালাম শেখের ছেলে।
শহিদুল শেখের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ মে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চলপুখুরিয়া গ্রামে অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রামের গোপেরহাট জামে মসজিদসংলগ্ন সড়কের ওপর ইয়াবা বেচাকেনার সময় শহিদুল শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি। এ সময় সাইফুল শেখ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। শহিদুল শেখের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে পরদিন পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা করেন। পলাতক সাইফুল শেখও ধরা পড়েন। ওই বছরের ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. আবু সায়েম শহিদুল ও সাইফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. জহুরুল ইসলাম।