default-image

করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার মারা গেছেন। আজ সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মারা যাওয়া সার্ভেয়ারের নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

মারা যাওয়া নজরুল ইসলামের চাচাতো ভাই শাফিউল মিল্লাত প্রথম আলোকে জানান, গত শুক্রবার বিকেলে নজরুল ইসলাম জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল রোববার সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন দুপুরে নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ সকাল ৯টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন বলেন, নজরুল ইসলামের নমুনা পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি।


এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় ১ হাজার ১৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭০৫ জন। মারা গেছেন ২১ জন।

মন্তব্য পড়ুন 0