পিরোজপুরে ট্রলির চাপায় ভ্যানচালক নিহত

লাশ
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইটবাহী ট্রলির চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে সদরের ভুবনেশ্বর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম দেলোয়ার হোসেন সরদার (৬০)। তিনি ভান্ডারিয়া পৌরসভার সরদারপাড়া মহল্লার মৃত রুস্তম আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ইটবাহী একটি ট্রলি শহরের ভুবনেশ্বর সেতু পার হয়ে জেলা পরিষদ মার্কেটের দিকে যাচ্ছিল। সেতুর ঢাল থেকে নামার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মোশারফ সরদার বলেন, দেলোয়ার ট্রলি থেকে ইট নামিয়ে ভ্যানে করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সেতুর ঢাল থেকে নামার সময় হঠাৎ করে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে দেলোয়ারকে চাপা দিয়েছে।

জানতে চাইলে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, নিহত দেলোয়ারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।