পিরোজপুরে নালায় ভাসছিল গৃহবধূর লাশ

লাশ
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে গতকাল সোমবার রাতে মিনারা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মিনারা ওই গ্রামের সবজিচাষি মো. নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে মো. নুরুল ইসলাম ব্যাপারী সবজির চারা বিক্রি করতে ছেলে মো. এমরানকে (১০) নিয়ে পাশের বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ বাজারে যান। দুপুর থেকে মিনারা নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির কাছের নালায় তাঁর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে। ওই রাতে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মো. নুরুল ইসলাম ব্যাপারী বলেন, ‘গতকাল সন্ধ্যায় হাট থেকে বাড়ি ফিরে স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারি। মৃত্যুর কারণ বুঝতে পারছি না। আমাদের কোনো শত্রু নেই।’

উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অলিউল্লাহ বলেন, গৃহবধূর লাশ বাড়ির পাশের নালায় ভাসতে দেখে স্বজনেরা উদ্ধার করেন। এরপর তাঁরা থানা-পুলিশে খবর দেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান বলেন, ওই গৃহবধূর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।