পিরোজপুরে ফোন করলেই বিনা মূল্যে পৌঁছে যাবে অক্সিজেন

পিরোজপুরে ফোন করলেই পৌছে দেওয়া হবে অক্সিজেন। বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন
প্রথম আলো

পিরোজপুরে করোনা রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সেবা দেবে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। ২১টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সংগঠনটি অক্সিজেন ব্যাংক চালু করেছে। তাদের রয়েছে একটি হেল্পলাইন নম্বর। ওই নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন। এ ছাড়া ১০টি অক্সিমিটারের মাধ্যমে রোগীর অক্সিজেনের মাত্রা পরিমাপের উদ্যোগও নেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের পিরোজপুর শাখার সভাপতি এস এম মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে ২১টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। হেল্পলাইন নম্বর হলো ০১৯১৮৮৯৭২০০।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মিজানুর রহমান বলেন, তাঁরা প্রাথমিকভাবে ২১টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছেন। এ বিষয়ে শহরে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে তাঁরা আরও অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেবেন। তাঁদের হেল্পলাইন নম্বর হলো ০১৯১৮৮৯৭২০০।

মিজানুর রহমান বলেন, অক্সিমিটার দিয়ে রোগীর অক্সিজেন পরিমাপ করলে বোঝা যাবে কখন হাসপাতালে ভর্তি হতে হবে, অক্সিজেন থেরাপি কিংবা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হবে কি না। এ জন্য প্রাথমিকভাবে ১০টি অক্সিমিটার দিয়ে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা মাপারও উদ্যোগ নিয়েছেন।