পিরোজপুরে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব হত্যার ঘটনায় প্রধান আসামি নাসির উদ্দিন মাতুব্বরের (৫০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের করা সাত দিনের আবেদনের শুনানি শেষে বিচারক পল্লবেশ কুমার কুন্ডু তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেন।
৭ নভেম্বর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষে ফয়সাল গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর (সোমবার) রাতে তাঁর মৃত্যু হয়। ফয়সাল মাহাবুব পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং যুবলীগ নেতা ফয়সাল মাহাবুবকে গুলি করার অভিযোগে ৯ নভেম্বর নাসির উদ্দিন মাতুব্বরকে জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় নাসির উদ্দিন মাতুব্বরসহ ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা কারাগারে রয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, ৮ নভেম্বর ফয়সাল মাহাবুব গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন দক্ষিণ শংকপাশা গ্রামের মোজাম্মেল হোসেন মল্লিক। ফয়সালের মৃত্যুর পর গত মঙ্গলবার মামলাটি হত্যা মামলায় রূপান্তরের (৩০২ ধারা সংযোজনের) জন্য আদালতে আবেদন করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাতুব্বরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আলী রেজা। বৃহস্পতিবার রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করেন বিচারক। বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা কারাগার থেকে আসামি নাসির উদ্দিন মাতুব্বরকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টার দিকে রিমান্ডের আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।