পিরোজপুরে ৯০ ফুট উচ্চতার কালী প্রতিমা দেখতে মানুষের ভিড়
৯০ ফুট উচ্চতার কালী প্রতিমা আর ১০০ ফুট দৈর্ঘ্যের মহাদেবকে দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামের নির্মলচাঁদ ঠাকুরবাড়িতে ভিড় করছেন লোকজন। প্রতিবছর সরস্বতী পূজার আগের দিন থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই পূজা হয়। গত রোববার পূজা শেষ হলেও বিশাল আকৃতির দুই প্রতিমা দেখতে মানুষের ভিড় কমছে না।
ঠাকুরবাড়ি ধাম আশ্রমের পুরোহিত নির্মলচাঁদ ঠাকুর বলেন, কালী দেবীর পূজা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে প্রচলিত আছে। তবে এত বড় প্রতিমায় অন্য কোথাও পূজা হয় না। প্রথম বছর তিন ফুট উচ্চতার প্রতিমা দিয়ে পূজা শুরু হলেও প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়ানো হচ্ছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুণরাজ নিত্যানন্দ হালদার ২০ বছরের বেশি সময় ধরে ঠাকুরবাড়ি ধাম আশ্রমে প্রতিমা তৈরি করছেন। ২০০৭ সালে তিনি ২১ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছিলেন। এরপর বিভিন্ন সময় গড়েছেন ২৪, ৩০, ৩৬, ৩৯, ৫২, ৬৩, ৬৬, ৮০, ৮৪ ও ৮৬ ফুট উচ্চতার প্রতিমা। গত বছর তৈরি করা হয়েছিল ৮৮ ফুট উচ্চতার প্রতিমা। এ বছর ২০ জন সহকারী নিয়ে এক মাস ধরে প্রতিমা তৈরি করছেন।
তিনি বলেন, এ বছর দুই প্রতিমা তৈরিতে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এতে প্রায় ৫০০টি বাঁশ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া মাটি, চাটাই, খড়, পাটের সুতা, ধানের তুষ দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা।
আশ্রমের ভক্ত গোপালগঞ্জের রুবেল বিশ্বাস (৪৮) বলেন, তিনি ৩০ বছর ধরে এখানে পূজায় আসেন। মূলত আশ্রমের ভক্তদের দেওয়া অনুদানের টাকায় প্রতিবছর এখানে প্রতিমা তৈরি করা হয়।
মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক হাসান বলেন, প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ি ধাম আশ্রমের এই পূজায় আসেন। এ বছর বিশাল আকৃতির দুটি প্রতিমা পূজায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।