default-image

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সাড়ে চারটার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তরুণের নাম জুবায়ের আহমদ (২২)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লাম কাইন এলাকার জজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুবায়েরসহ ১৫ জন বন্ধু মিলে ময়মনসিংহ থেকে আজ দুপুরে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তাঁরা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানায় স্রোতের টানে পানিতে ত‌লিয়ে নিখোঁজ হন জুবায়ের।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা–পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। তবে নিখোঁজ পর্যটককে আজ সন্ধ‌্যা সাতটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়‌নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির সমন্বয়ে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান চালানো হয়। অন্ধকার হয়ে আসায় উদ্ধার তৎপরতা সাম‌য়িক বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0