পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
রংপুরের পীরগঞ্জ উপজেলায় হিন্দুপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চতরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ৪ মামলায় গ্রেপ্তার করা ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭০।
গ্রেপ্তার যুবকের নাম নজরুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি উপজেলার চতরা এলাকায়। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, গ্রেপ্তার নজরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁর কাছে কোনো মালামাল পাওয়া যায়নি।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বড়করিমপুরের হিন্দুপাড়ায় উত্তেজিত জনতা হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় সব মিলিয়ে ৪টি মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।