পুঁইশাক ও আখখেতে গাঁজা চাষ করতেন তিনি
পুঁইশাক ও আখখেতের ভেতরে একধরনের ছোট গাছ। গ্রামের বাসিন্দারা ভেবেছিলেন সেটি গাদা ফুলের চারা। কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানের পর জানা গেল সেগুলো গাঁজার গাছ।
বাড়ির পেছনের জমিতে পুঁইশাক ও আখ চাষের আড়ালে গাঁজার চাষ শুরু করেছিলেন ময়মনসিংহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের কামরুল ইসলাম। গতকাল রোববার সন্ধ্যায় র্যাব-১৪–এর (ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্প) একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে কামরুল ইসলামকে আটক করে। এ সময় ৩০-৩৫টি গাঁজার গাছ জব্দ করা হয়।
আজ সোমবার ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পের অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব বিজয়পুর গ্রামে অভিযান চালায়। আটক কামরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজ বেলা সোয়া তিনটার দিকে বলেন, ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কামরুল ইসলামকেও থানায় হস্তান্তর করা হয়নি।