default-image

সিলেটের জৈন্তাপুরে পরিত্যক্ত একটি পুকুরের সংস্কারকাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় তাঁরা মাটি খোঁড়ার কোদালের সঙ্গে শক্ত কিছু একটার আঘাত লাগার শব্দ পান। পরে আশপাশ খুঁড়ে পুকুরের ভেতর থেকে দুটি মর্টার শেল উদ্ধার করা হয়। মর্টার শেল দুটি শ্রমিকেরা বালতির পানিতে ডুবিয়ে রাখেন।

গতকাল সোমবার বিকেলে শ্রমিকেরা মর্টার শেল দুটি উদ্ধার করলেও থানা-পুলিশকে জানাননি। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারে জৈন্তাপুর থানা-পুলিশ। রাতেই জৈন্তাপুরের হরিপুর জমির উদ্দিনের বাড়ির পুকুর থেকে মর্টার শেল দুটি উদ্ধার করা হয়।

সিলেটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো. আবদুল করিম বলেন, সংবাদ পাওয়ার পরপর ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মর্টার শেল দুটি স্বাধীনতাযুদ্ধের সময়কার। ওই সময় মর্টার শেল দুটি পানিতে পড়ে অবিস্ফোরিত অবস্থায় থেকে যেতে পারে। শ্রমিকেরা পুকুর খনন করতে গেলে এই দুই মর্টার শেল পান। মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বোমা বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন