পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই বোন হলো লামিয়া (১০) ও লিজা (৫)। তারা উথলি গ্রামের বাসিন্দা হাসান মোল্লার মেয়ে। হাসান মোল্লা পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি এক হাটে গরু কিনে অন্য হাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে লামিয়া ও লিজা। সাঁতার না জানা ওই দুই শিশু একপর্যায়ে ডুবে যায়। আধা ঘণ্টা পর অন্যরা টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় শিশু দুটি ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে শিশু দুটিকে পাশের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক শারমিন জাহান শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

শারমিন জাহান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়।

উথলি গ্রামের বাসিন্দা হাসান মোল্লার প্রতিবেশী মো. জুয়েল শেখ বলেন, একসঙ্গে দুই মেয়ে হারিয়ে হাসান মোল্লা নিঃসন্তান হয়ে গেলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, ‘আমরা যখন জুমার নামজ পড়ছিলাম, এর মধ্যে চিৎকার–চেঁচামেচি শুনতে পাই। বহু চেষ্টা করেও শিশু দুটিকে বাঁচানো যায়নি।’