পুলিশ ফাঁড়ির পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে পরিত্যক্ত গাড়ি রাখার ডাম্পিং থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে পরিত্যক্ত একটি ব্যক্তিগত গাড়ির নিচ থেকে ওই নবজকাতকের লাশ উদ্ধার করা হয়। নবজাতকের বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল রাতে এক ব্যক্তি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে জানান, কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে অজ্ঞাত এক ব্যক্তি কাপড় দিয়ে পেঁচিয়ে এক নবজাতককে ফেলে রেখে গেছেন। খবর পেয়ে পুলিশ মৃত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে।
শফিকুল ইসলাম বলেন, নবজাতকের লাশ গতকাল রাতেই ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।