পেকুয়ায় একজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা
নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পেকুয়া থানায় মামলাটি করেন ওই নারী।
মামলায় আসামির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ হারুন (৪০)। এজাহারের বরাত দিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ওই নারীর আপত্তিকর ছবি তুলে তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলেন আসামি। একপর্যায়ে সেই ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আসামিকে ধরতে পুলিশের তৎপরতা চলছে।
এজাহার সূত্রে জানা গেছে, ৩ জুলাই থেকে ১৮ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় হারুন বসতঘরের বেড়ার ফাঁক দিয়ে ওই নারীর ছবি তোলেন। সেই ছবি দেখিয়ে ওই নারীকে জিম্মি করার চেষ্টা করেন। একপর্যায়ে সে ছবি সামাজিক যোগাযোগের একটি মাধ্যমে ছড়িয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী।
মামলার বাদী বলেন, তাঁকে জিম্মি করার উদ্দেশ্যে কৌশলে ছবি তোলেন হারুন। তিনি তাঁর কঠোর শাস্তি চান।