পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম ছৈয়দ আলম। সোমবার রাত আটটার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ছৈয়দ আলম (৩৫) উখিয়া উপজেলার বালুখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে সাত-আট বছর ধরে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

২ জুলাই বেলা পৌনে একটার দিকে আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম অংশে রুহুল আমিন নামের এক ব্যক্তির গ্যারেজে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ছৈয়দ আলম গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ‘দগ্ধ একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানায় যোগাযোগ করেনি।’