কক্সবাজারের পেকুয়ায় এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম চেন ইউকুউন (৫৪)। উপজেলার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌঘাঁটি থেকে আজ মঙ্গলবার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ঘাঁটির নির্মাণশ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে ওই বিদেশির মৃতদেহ উদ্ধার করা হয়।
সকাল নয়টার দিকে নির্মাণাধীন বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষে ওই চীনা ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান সহকর্মীরা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে সহকর্মীরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুউনকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বলা যাবে মৃত্যুরহস্য।
ওই চীনা নাগরিকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পেকুয়া থানার উপপরিদর্শক নাদির শাহ। তিনি বলেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।